অন্তঃসত্ত্বা মেয়েকে মারপিট; থানায় জিডি
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের রামপালে অন্তঃসত্ত্বা মেয়ে রুবা বেগম (২০) পিতার বাড়িতে বেড়াতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী রুবা বেগম জীবনের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, উপজেলার কাষ্ঠবাড়িয়া গ্রামের জাকারিয়া শেখ এবং পার্শ্ববর্তী ছোট নবাবপুর গ্রামের মো. জাকারিয়া শেখের সাথে একই এলাকার কামাল শেখ ও ইউসুফ দাইয়ের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ২০-০১-২১ তারিখ প্রতিপক্ষগণ রুবার ফুফুকে মারপিট করতে থাকলে তাকে বাঁচাতে এগিয়ে আসলে তারা রুবাকে ও মারপিট করে।
এ ঘটনায় রামপাল থানায় গত বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করেন। রামপাল থানা ওসি মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

