পলাশবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে গুরুত্বর আহত ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪২ AM, ১৭ জানুয়ারী ২০২১

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন আহত হয়েছেন। রোববার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় পলাশবাড়ী পৌরসভার অফিসের হাট এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জনৈক অবৈধ অগ্নিনির্বাপক গ্যাস সরবরাহকারী বাসা ভাড়া নিয়ে গোপনে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে আসছিল। বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভর্তির সময় অসাবধানতাবশতঃ বিকট শব্দে এ বিস্ফোরণ ঘটে। এতে অবৈধ ব্যবসায়ী মতিউর রহমান হিরু গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবগতি দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত আতোয়ার রহমান দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা এলাকার বাসিন্দা বলে জানা যায়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক জানান, পটাশিয়াম ক্লোরাইডসহ অন্যান্য পাউডার সংমিশ্রনে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার গোপনে অবৈধভাবে সরবরাহ করার সময় এ দূর্ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে কোন মামলা হয়নি বলে জানা যায়।

 

আপনার মতামত লিখুন :