পলাশবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত ট্রাক চাপায় পিষ্ট হয়ে সাব্বির (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃস্পতিবার (১৪ জানুয়ারী) ঢাকা-রংপুর মহাসড়কের মোহাম্মাদী মসজিদের অদূরে বিকেল ৩ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সাব্বির ওইদিন দুপুরে সাদুল্যাপুরের রাঘবেন্দ্রপুর নিজ বাড়ী থেকে পলাশবাড়ী পৌর শহরের মামার বাসায় আসার পথিমধ্যে উক্তস্থানে পৌঁছিলে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় আহত সাব্বির রহমানকে চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাব্বির গাইবান্ধার সাদুুল্যাপুর উপজেলার রাঘবৃন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সার্জেন্ট আজিজ ঘটনাটি নিশ্চিত করেন।

