দেশের আন্দোলন-সংগ্রামের ইতিহাস সংবলিত কালীগঞ্জে স্বাধীনতা স্তম্ভ
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
নতুন প্রজন্মকে দেশেরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ইতিহাসকে জানানোর লক্ষ্যে এবং স্মৃতি বিজরিত ইতিহাসকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে সাত স্তম্ভ বিশিষ্ট কালীগঞ্জে স্বাধীনতা স্তম্ভ তৈরী করা হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা অর্জনের ইতিহাসগুলো উপজেলার সর্বস্তরে জনসাধারণ যাতে জানতে পারে সইে লক্ষ্যে কালীগঞ্জ উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক স্বাধীনতা স্তম্ভটি নির্মাণ করেছেন। কালীগঞ্জ উপজলো পরিষদের সম্মুখে এ স্বাধীনতা স্তম্ভটি করা হয়েছে।
স্বাধীন দেশ পাওয়ার আগে যেই সব আন্দোলন-সংগ্রাম বাঙালিকে করতে হয়েছে। সেই সব আন্দোলনের ইতিহাস সংবলতি তথ্য সাতটি স্তম্ভ বিশিষ্ট স্বাধীনতা স্তম্ভে স্থান পয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪-এ যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের গণতন্ত্র আন্দোলন, ১৯৬২’র শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ অভ্যুথান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ইতিহাস সংবলিত সাতটি স্তম্ভরে মাধ্যমে তুলে ধরা হয়েছে।
যার পরিকল্পনা ও বাস্তবায়নে স্বাধীনতা স্তম্ভ তৈরী করা হয়েছে সেই দক্ষ ও পরিশ্রমী উপজলো নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক বলেন, কালীগঞ্জ উপজেলায় স্বাধীনতার কোনো স্মৃতি চিহ্ন নেই। দেশের আন্দোলন-সংগ্রামের প্রকৃত ইতিহাস সবার জানা উচিত। দেশপ্রেম থেকে এ স্বাধীনতা স্তম্ভ তৈরী করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মরা দেশের বিভিন্ন ইতিহাস সর্ম্পকে জানতে পারবে।

