কালীগঞ্জে দুঃস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৪ AM, ১১ জানুয়ারী ২০২১

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ অসহায় ১৬ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল, মেয়র প্রার্থী ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার প্রমুখ।

আপনার মতামত লিখুন :