পলাশবাড়ীতে নবনির্বাচিত পৌর মেয়রের দায়িত্বভার গ্রহণ
শাহারুল ইসলাম, পলাশবাড়ী প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের শপথের পর দায়িত্বভার গ্রহণ করেছেন।
১১ জানুয়ারী (সোমবার) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় সাবেক পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর প্রধান, মেয়র পত্নী জান্নাতুল ফেরদাউস মিসেস বিপ্লব, পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পৌর সচিব, পৌর প্রকৌশলী, নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
প্রথম দিনে পৌরসভার নাগরিকদের বিভিন্ন প্রত্যয়নের স্বাক্ষর প্রদান করেন মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। এছাড়াও পৌরসভার সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণের পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি পৌরসভার কার্যক্রম পরিচালনায় উপস্থিত পৌরবাসী, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

