বগুড়া সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
আশ্রয়ণ প্রকল্প-২ এর নির্মাণাধীন ঘরের অনিয়ম দূর্নীতির চিত্র তুলতে গিয়ে গত ৩০ ডিসেম্বর বগুড়ার সময় টিভি সাংবাদিক মাজেদুর রহমান ও ক্যামেরা পার্সন রবিউল ইসলামের উপর হামলা করে মারধর, ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুরের প্রতিবাদে পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় চৌমাথা মোড়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৭ জানুয়ারী (বৃহস্পতিবার) পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সরকার, গাইবান্ধা প্রেসক্লাব সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, পলাশবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম, ফেরদাউস মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আবেদুর রহমান সবুজ, সমাজকল্যাণ সম্পাদক সোহেল রানা, কার্য নির্বাহী সদস্য ফজলুল হক দুদু, শাহ আলম, প্রমুখ। এসময় প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্য ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, উক্ত ঘটনার সাথে জড়িত কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবী জানান। সারাদেশে গণমাধ্যমকর্মীদের উপর অন্যায়ভাবে হামলা ও মামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ও সাগর রুনি হত্যার বিচারের দাবী জানানো হয়।
মানববন্ধন চলাকালীন পলাশবাড়ী থানার পুলিশ কনন্টেবল কর্তৃক সাংবাদিক সম্পর্কে কটুক্তি করায় তাৎক্ষনিক এর প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ এর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যকারী সদস্য আশরাফুল ইসলাম।
