জমি সংক্রান্ত বিরোধ; প্রতিপক্ষের বসতবাড়ীতে অগ্নিসংযোগ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামের মর্জিনা বেগমের সাথে একই গ্রামের মৃত আলতাব হোসেন বাদশার ছেলে রানা সরকার, রায়হান সরকার সহ অন্যান্য ওয়ারিশগণের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ সংক্রান্তে মর্জিনা বেগম প্রায় ৫ বছর আগে স্থানীয় আদালতে মামলা করা হয়েছিল। ওই মামলায় মিজানুর রহমানের মা মর্জিনা বেগমের পক্ষে চুড়ান্ত রায় দেন আদালত। রায়ের প্রেক্ষিতে আদালত থেকে কমিশন গিয়ে ঢাক-ঢোল বাজিয়ে তাদের জমি বুঝিয়ে দেন। পরবর্তীতে প্রতিপক্ষ রানা সরকার ও রায়হান সরকার সহ অন্যরা আদালতের রায়কে উপেক্ষা করে জমি দখলের চেষ্টা করে। এতে মর্জিনা বেগম ও তার ছেলে মিজানুর রহমান স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করে। কিন্তু প্রতিপক্ষ রানা সরকার ও রায়হান সরকার প্রভাবখাটিয়ে ওই জমি দখলের চেষ্টা অব্যাহত রাখে।
এরই প্রেক্ষিতে বুধবার দুপুর ২টার দিকে রানা সরকার ও রায়হান সরকার কয়েকজন যুবক মর্জিনা বেগমের বাড়ীতে গিয়ে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে টিন সেড বিশিষ্ট তিনটি রুম, ঘরে থাকা জমি বিক্রি করা নগদ ৭ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ওই বাড়ীর পাশে সাদ্দাম হোসেনের ২টি টিন সেডের ঘর পুড়ে যায়।
সরেজমিনে অভিযুক্ত রায়হান সরকারের সাথে কথা হলে তিনি বলেন, আমরা বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলাম না। তারা নিজেরাই আগুন দিয়ে আমাদের দোষারোপ করছে।
মিজানুর রহমানের মা মর্জিনা বেগম বলেন, রানা সরকার ও রায়হান সরকার সহ অন্যান্যরা প্রভাবশালী হওয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে আসছিল। এতে ব্যর্থ হয়ে আমাদের বাড়ীতে এসে বিভিন্ন হুমকি ধুমকি দিয়ে বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও বলেন, ঘরে বিদ্যুৎ সংযোগ থাকায় ভয়ে এলাকার কেউ এগিয়ে আসেনি। আমরা জীবনের ভয়ে শুধুমাত্র পড়নের কাপড় ছাড়া কিছুই বেড় করতে পারিনি। ঘরে আমার ছেলে জমি বিক্রি করা ৭ লক্ষ টাকা ছিল। ঘরের আসবাবপত্র সহ সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের এখন খোলা আকাশের নীচে বসবাস করতে হবে। তাছাড়া স্বর্ণালংকার এবং আমরা এর সুষ্টু বিচার দাবী করছি।
মিজানুর রহমানের খালা রেহেনা বেগম বলেন, রায়হান সরকারী দল করে। তাই প্রভাবখাটিয়ে দীর্ঘদিন থেকে প্রায় ১৬ বিঘা জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, রায়হান সরকার ছাত্রদলের রাজনীতি করত। পরে দল পাল্টিয়ে দরবস্ত ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে রায়হান ছাত্রলীগে যুক্ত আছে। তার নামে চাঁদাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

