সাঁওতাল নেতাকে মারপিটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘন্টার আল্টিমেটাম
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নেতা স্বপন মিয়াকে মারপিটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ঘন্টাব্যাপী গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় এলাকায় এ মানববন্ধন করেন তারা।
সাঁওতাল নেতাদের অভিযোগ, গত ২৩ ডিসেম্বর ঘটনায় জড়িত ইউপি সদস্য সহ ৭জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলে পুলিশ আসামীদের গ্রেপ্তার করছেন না। পুলিশের সাথে আসামীদের আতাত আছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধন থেকে ঘটনায় জড়িত সাপমারা ইউপি সদস্য মোশারফ হোসেন সহ অন্য আসামীদের গ্রেপ্তারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় আগামী মঙ্গলবার সড়ক অবরোধ সহ অন্যান্য কর্মসূচি দেওয়া হবে বলে জানান সাঁওতাল নেতারা। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, সদস্য হবিবর রহমান, ময়নুল ইসলাম ও প্রিসিলা মুরমু। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন, দিনাজপুরের নবাবগঞ্জ থানার আশুরার বিল ভূমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও সদস্য জোবায়ের আহম্মেদ।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর সাহেবগঞ্জ ইক্ষুখামারের বিরোধপূর্ণ জমিতে সাপমারা ইউপি সদস্য মোশারফ হোসেন ও তার লোকজন ঘর তোলার উদ্দেশ্যে মাটি ভরাট করছিল। এতে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া তাদের মাটি কাটতে নিষেধ করেন। এনিয়ে উভয়পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি সদস্য মোশারফ হোসেন ও তার লোকজন স্বপন মিয়াকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। খবর পেয়ে সংগঠনের লোকজন ঘটনাস্থলে ছুঁটে এসে স্বপন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

