শ্রমিক-কর্মচারী ছাটাইয়ের প্রতিবাদে রংপুর চিনিকলের এমডি অবরুদ্ধ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ অবস্থিত রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীকে ছাটাইয়ের প্রতিবাদে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল কবিরকে অবরুদ্ধ করে তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ শ্রমিক-শ্রমিকরা।
শনিবার (২ জানুয়ারী) সকাল ১১টা থেকে প্রায় চার ঘন্টা এমডির কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করে শ্রমিক-কর্মচারীরা।
শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের নিয়মনীতিকে তোয়াক্কা না করে তাদের ইচ্ছে মত শ্রমিক ছাটাই করছেন।
সম্প্রতি আখ মাড়াই স্থগিত রাখার সিদ্ধান্তে শ্রমিক-কর্মচারীদের অসন্তোষের মুখে গত বৃহস্পতিবার চিনিকলের কারখানা বিভাগের ৯৯জন শ্রমিক-কর্মচারীকে মৌখিকভাবে চাকরিচ্যুতির কথা জানান এমডি নুরুল কবির। পহেলা জানুয়ারী থেকে ওই শ্রমিক-কর্মচারীদের আর কাজে যোগ দিতে হবেনা বলে জানানো হয়।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা অভিযোগ করে বলেন, গত ২০ ডিসেম্বর করপোরেশনের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে রংপুর চিনিকল সহ ৬টি রাষ্ট্রায়ত্ত চিনিকলের আখ মাড়াই বন্ধ ঘোষিত শ্রমিক-কর্মচারীদের চাকরিচ্যুত করা হবেনা বলে জানানো হয়। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে বছরের শেষ দিনে চিনিকল কর্তৃপক্ষ মৌখিকভাবে কাজে যোগ দিতে নিষেধ করেন। এতে করে শ্রমিক-কর্মচারীরা ক্ষোভ- হতাশায় ভূগছেন।
এঘটনায় চিনিকলের এমডি নুরুলল কবির বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে শ্রমিক-কর্মচারীদের ছাটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কখনো চিনিকল চালু করা হলে তারা আবারও কাজ করার সুযোগ পাবেন।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন টেলিফোনে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিক-কর্মচারীরা।

