গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন যারা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩৩ PM, ৩১ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ গ্রহণের লক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৬জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

প্রার্থীরা হলেন- কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি ও জেলা পরিষদ সদস্য, সাবেক পৌর মেয়র (ভারপ্রাপ্ত) কেএম জাহাঙ্গীর আলম (নৌকা প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুকিতুর রহমান (রাফি) (স্বতন্ত্র), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌর সভাপতি ফারুক আহম্মদ (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী আন্দোলন থানা শাখার কার্যকরী সদস্য আনিছুর রহমান (হাত পাখা), মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র) ও মোছাঃ জহুরা খাতুন।

এছাড়া সংরক্ষিত নারী আসনে ১২জন ও কাউন্সিলর পদে ৪১জন। মোট প্রার্থী ৫৯জন।

যাচাই-বাছাই ৩ জানুয়ারী এবং প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী। তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারী ভোট।

এবারের নির্বাচনে ইভিএম নয় ব্যালটে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটন গ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :