গােবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বােধন
গােবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গােবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (৪ তলা) ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনােয়ার হােসেন মােবাইল কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন ।
এতে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য দেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, এমপি মহোদয়ের সমন্বয়কারী আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, সাপমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও সাপমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম রেজা মন্টু সহ নেতৃবৃন্দ।

