সংবর্ধিত হলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩৫ PM, ২৮ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

সংবর্ধিত হলেন আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) মেয়র পদ প্রার্থী কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি ও জেলা পরিষদ সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম। তিনি ঢাকা থেকে গোবিন্দগঞ্জের সীমানায় পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর ঢাকা-রংপুর মহাসড়কে নেতা-কর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে আনন্দ র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আসেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক কোচাশহর ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, প্রচার সম্পাদক অধ্যক্ষ আব্দুর নুর, উপজেলা কৃষকলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু প্রমুখ।

আপনার মতামত লিখুন :