গোবিন্দগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় যুবক আটক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৪ PM, ২৮ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় মোশারফ হোসেন (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের দুধিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক যুবক ওই ইউনিয়নের ৭ নং কাটাবাড়ী গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের দুধিয়া গ্রামের এক কিশোরী রোববার রাতে ভাইয়ের ঘরে টিভিতে ভারতীয় সিরিয়াল দেখছিল। এসময় পার্শ্ববর্তী গ্রামের লম্পট মোশারফ কিশোরীকে বাড়ীতে একা পেয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ওই সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশিরা ছুঁটে আসলে লম্পট মোশারফ পালানোর চেষ্টা করলে প্রতিবেশিরা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, আটক মোশারফ পেশায় রাজমিস্ত্রি। সে ওই বাড়ীর পাশে গুচ্ছগ্রামের ঘর নির্মাণের কাজ করে আসছিল। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :