চিনিকল চালুর দাবীতে ওয়ার্কার্স পার্টির জনসভায় পুলিশের বাধা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪১ PM, ২৭ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকল চালুর দাবীতে উপজেলা ওয়ার্কার্স পার্টির ডাকে জনসভার আয়োজন করা হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে রোববার চিনিকল এলাকায় সমাবেত হন চিনিকল শ্রমিক-কর্মচারী, আখচাষী ও ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা।

সভায় প্রধান অতিথি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপির র্ভাচ্যুয়াল বক্তব্য দেওয়ার কথা ছিল।

এসময় পুলিশ সভাস্থলে গিয়ে বাধা প্রদান করেন। পরে ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে চিনিকল এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এমএ মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, পার্টির কেন্দ্রীয় সদস্য আখচাষী ফেডারেশনের কেন্দ্রী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, নর্থবেঙ্গল সুগার মিল আখচাষী সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার, গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, জেলা সদস্য মাসুদুর রহমান মাসুদ, ভোক্তা নেতা আশরাফুল ইসলাম ও সাংগঠনিক নেতা মাসুদ প্রমুখ।

গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এমএ মতিন মোল্লা অভিযোগ করে বলেন, এ জনসভা পূর্বঘোষিত। প্রশাসন জনসভার বিষয়টি জানেন। এরপরও শান্তিপূর্ণ জনসভায় পুলিশ বাধা দেন।

জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, আয়োজকরা জনসভার অনুমতি নেননি। যে কারণে তাদের বাধা দেওয়া হয়েছে। 

আপনার মতামত লিখুন :