জমা পড়া ১ লাখ ৬ হাজার ছবির মধ্যে বাংলাদেশের ছবি প্রথম
ডিবিসি প্রতিবেদক;
দারুণ এক মুহূর্ত। তাতে আছে মাদার ফুলের মধ্যে তিন কাঠশালিকের খুনসুটি। এটি যেনতেন কোনো ছবি নয়! লাখ ছবির মধ্যে বেছে বেছে এটিকে সেরা মেনে রায় দিয়েছেন আলোকচিত্রের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ ২০২০’,–এর বিচারকেরা। জমা পড়া ১ লাখ ৬ হাজার ছবির মধ্যে এটি অর্জন করেছে প্রথম স্থান। ছবিটি বাংলাদেশের, তুলেছেন বগুড়ার আলোকচিত্রী তৌহিদ পারভেজ।

