গোবিন্দগঞ্জে আরবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর মামলা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুস সালাম (৩৫) নামের এক আরবি শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত পরিবারের পক্ষ গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
আব্দুস সালাম পাশ্ববর্তী পলাশবাড়ী উপজেলার বৈরি হরিনমারী গ্রামের আবু বক্করের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার আদর্শ করিয়ানা কোরআন ও নামাজ শিক্ষা ফাউন্ডেশনের অধীনে শিক্ষকতা করেন।
স্থানীয়রা জানান, উপজেলার ভাগদরিয়া গ্রামের ৩৫ জন মধ্যবয়সী নারীকে ফাউন্ডেশনের অধীনে আরবি পড়াতেন আব্দুস সালাম। এক ছাত্রী জানান, স্ত্রী-সন্তান গোপন রেখে আব্দুস সালাম তার মেয়েকে বিয়ে প্রস্তাব দেন। কিন্তু তাকে দিয়ে মেয়েকে বিয়ে দিতে রাজি হননি তিনি। এতে ওই শিক্ষক ক্ষুব্ধ হন এবং মেয়েটির ক্ষতি করার জন্য নানা ফন্দি আটতে থাকেন। এরই একপর্যায়ে আব্দুস সালাম নাবালিকা মেয়েটির মোবাইল নম্বর সংগ্রহ করে বিভিন্ন সময় বিরক্তসহ শ্লীলতাহানির চেষ্টা করে। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে আব্দুস সালামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোবিন্দগঞ্জ থানায় এই মামলা করা হয়।
এছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে আরেক তরুণীকে যৌন হয়রানিসহ তার সঙ্গে অশোভনীয় ছবি ধারনের অভিযোগ রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, এ ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

