পলাশবাড়ীতে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২৪ PM, ২৪ ডিসেম্বর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এন্তাজ আলী বিশ্বাস (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ঢোলভাঙ্গা ফুটানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এন্তাজ বিশ্বাস যশোর জেলার কেশবপুর থানার মির্জানগর পুর্বপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি ইট ভাটায় ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢোলভাংগা ফুটানি বাজার সড়কে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক এন্তাজ আলী গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :