শ্রীমঙ্গলে পটকা মাছ খেয়ে দুইজনের মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪৫ PM, ২৪ ডিসেম্বর ২০২০

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বউ-শ্বাশুড়ী।

নিহতরা হলেন- শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম (৪২) ও তার ছেলের বউ নুরুন নাহার (২৪)।

এ ঘটনায় নুরুন নাহারের শিশু ছেলে আবু নাঈম (৮) গুরুতর অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুধবার রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আবদুস ছালেক এ তথ্য নিশ্চিত করেন।

অফিসার ইনচার্জ জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, পটকা মাছ খাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :