গোবিন্দগঞ্জে দর্জি শ্রমিক ইউনিয়নের নির্বাচনী ফলাফল বাতিল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৭ PM, ২৪ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দর্জি শ্রমিক ইউনিয়নের নির্বাচনী ফলাফল বাতিল করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী সচিব মো. আলমুতাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে গোলাপবাগ বন্দর, (রেজি: নং- রাজ-৯০৬) নির্বাচনী ফলাফল বাতিল করা হয়।

পত্রে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬- এর ৩১৭ (৪) (ঘ) ধারা এবং মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং- ৭৩৭২/২০১১ ও ৪৩১৬/২০১৪- এর ০৮/০৭/১৪ খ্রি: তারিখের আদেশের পরিপন্থি হওয়ায় অত্র দপ্তরে প্রেরণকৃত নির্বাচনী ফলাফল গ্রহণ করার আইনানুগ সুযোগ নেই। ফলে নির্বাচনী ফলাফল গ্রহণ করা হলোনা। উপরোক্ত পিটিশনের তারিখের আদেশ মতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচনী সভা হতে শুরু করে নির্বাচনী ফলাফল ঘোষণা পর্যন্ত সকল কার্যক্রম এলাকার রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্সের প্রতিনিধির উপস্থিতিতে সম্পন্ন করার নির্দেশ রয়েছে। কিন্তু ইউনিয়ন কর্তৃক বর্ণিত আইন এবং নির্দেশনা প্রতিপালন করা হয়নি। ফলে সূত্রীয় পত্রের মাধ্যমে অত্র দপ্তরে প্রেরণকৃত নির্বাচনী ফলাফল গ্রহণ করার অবকাশ নেই।

প্রদত্ত নির্দেশনা মোতাবেক ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত সাধারণ সভা/বিশেষ সাধারণ সভা হতে শুরু করে নির্বাচনী প্রতিটি কার্যক্রম অত্র দপ্তরের প্রতিনিধির উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম শুরু করার জন্য মেয়াদ উত্তীর্ণ কমিটিকে পুনরায় নির্দেশক্রমে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর দর্জি শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৬ নভেম্বর নির্বাচনী ফলাফল শ্রম দপ্তরে প্রেরণ করা হয়। কিন্তু উক্ত নির্বাচন একতরফা হয়েছে মর্মে শ্রম দপ্তরে অভিযোগ করেন শ্রমিক নেতৃবৃন্দ। এরই প্রেক্ষিতে নির্বাচনী ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের জন্য পত্রে জানান সহকারী পরিচালক।

প্রসঙ্গত, ১৫ নভেম্বর সংগঠনের বিভিন্ন অনিয়ম নিয়ে প্রেসক্লাব, গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন করেন নেতৃবৃন্দ। দৈনিক যুগের আলো, অনলাইন নিউজ পোর্টাল, ডিবিসি নিউজ সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

আপনার মতামত লিখুন :