বাংলাদেশেও নতুন করোনাভাইরাস শনাক্ত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৯ AM, ২৪ ডিসেম্বর ২০২০

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

বাংলাদেশে কোভিড-১৯ এর সংক্রমণ বেড়েই চলেছে। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের প্রায় সব কিছুই অচলবস্থা হয়ে পড়েছে। করোনার রেস কাটতে না কাটতেই ভাইরাসের নতুন ধরণ শনাক্ত হয়েছে। এরসাথে মিল রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন করোনার ধরণটির জানিয়েছে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বিসিএসআইআর।

করোনার রূপ বদলানো, অসীম সংক্রমণ ক্ষমতার অধিকারী করোনার নতুন সংস্করণ নিয়ে শংকিত পুরো বিশ্ব। যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাস নিয়ে শঙ্কা এখন পুরো দুনিয়ায়। বিশেষ করে শিশুরাও নতুন ধরণের এ ভাইরাসের শিকার হতে পারে বলে ধারণা চিকিৎসাবিজ্ঞানীদের। যদিও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো নতুন ধরনের করোনার বিরুদ্ধে তাদের তৈরি টিকার কার্যকারিতা পরীক্ষায় তৎপর হয়ে উঠেছে।

নতুন ধরনের ভাইরাসের আতঙ্কের মধ্যেই যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ৩৬ হাজার ছাড়িয়েছে। সংক্রমণ ছড়ানোর ১২টি এলাকাকে চিহ্নিত করেছে দেশটির বিজ্ঞানীরা।

বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের পার্শ্ববর্তী ইউরোপের অন্যদেশগুলোতে আতঙ্ক বিরাজ করছে। বিজ্ঞানীরা বলছে, অন্যান্য ধরণের চেয়ে ৭০ শতাংশ বেশি দ্রুত সংক্রমণশীল রূপান্তরিত এই ভাইরাস শিশুদের অনেক সহজে আক্রান্ত করতে পারে। করোনাভাইরাসের এ নতুন ধরন প্রতিরোধেও নিজেদের তৈরি ভ্যাকসিন কার্যকর বলে দাবি করেছে মডার্না, অক্সফোর্ড, ফাইজার-বায়োএনটেক।

আপনার মতামত লিখুন :