মোরেলগঞ্জে ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের মোরেলগঞ্জে দেড়লাখ টাকা দেনমোহর ধার্য করে ধর্ষকের সাথে কলেজছাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার (২১ডিসেম্বর) বেলা ২টার দিকে কাজি শহিদুল ইসলামের দপ্তরে ধর্ষক মামুন মুন্সির সাথে বিয়ে সম্পন্ন হয় পার্শবর্তী ঠাকুরানতলা গ্রামের এক কলেজছাত্রীর।
বেলা ১২টার দিকে ধর্ষণের অভিযোগে আটক মঠবাড়ি গ্রামের ফজলু মুন্সির ছেলে আল মামুন মুন্সিকে উভয় পক্ষের সম্মতিতে (২৮) তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
ওই ছাত্রীর মা বলেন, বিয়েতে রাজি হওয়ায় থানায় অভিযোগ দায়ের করিনি।
মামুন মুন্সি জিউধরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৌকিদার। এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে মামুন মুন্সিকে সোমবার ভোররাতে আটক করা হয়। পরে উভয়পক্ষ বিয়েতে রাজি হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাকে ছেড়ে দেওয়া হয়।

