১০ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের ফকিরহাট থেকে অপহরণের ১০দিন পর অপহৃত কিশোরীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তারের নেতৃত্বে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার রাত দেড়টার দিকে মোংলার দিগরাজ এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ী থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। এসময় মামলার প্রধান আসামী অসিম সাহাকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত অসিম উপজেলা মূলঘর ইউনিয়নের কাঠালিডাঙ্গা গ্রামের শ্যামল সাহার ছেলে।
পুলিশ জানায়, অসিম সাহা সহ তার সহযোগীরা গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় কাঠালিডাঙ্গা এলাকা থেকে ওই কিশোরীকে সু-কৌশলে একটি মাইক্রো বাসে করে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত কিশোরীর বাবা বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। যার নং-৬, তারিখ-১৪/১২/২০২০ইং পুলিশ আরও জানান, অন্য আসামীরা পলাতক রয়েছে। কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

