পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০১ AM, ১৪ ডিসেম্বর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস সংগ্রামের পর নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর আলবদর আল-শামসরা মিলে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই দিনে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। বুদ্ধিজীবি হত্যার ঠিক ২ দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পন করে এবং বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অদ্ভূদ্বয় ঘটে। পাকিস্তানীরা বাংলাদেশকে মেধা শুন্য করতেই সেদিন বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল।

সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সড়ক ও জনপথ বিভাগের অভ্যন্তরের বদ্ধ ভূমিতে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ, পলাশবাড়ী প্রেসক্লাব ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।
পুস্প মাল্য অর্পন শেষে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি একেএম মোখছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে, যারা বিচার প্রক্রিয়ার বাইরে আছে বা পালাতক রয়েছে। তাদের বিচারের রায় কার্যকর করে দেশবাসীকে কলঙ্ক মুক্ত করতে হবে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু নির্মল কুমার মিত্র, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদ পেশ ইমাম হাফেজ মাওঃ মোস্তাফিজার রহমান রাজা।

আপনার মতামত লিখুন :