গোবিন্দগঞ্জে মাস পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলার আসামী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৬ PM, ১৩ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ষষ্ট শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনার এক মাস পেরিয়ে গেলেওে আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দীর্ঘদিনেও আসামী গ্রেপ্তার না হওয়ায় হতাশা সহ নিরাপত্তাহীনতায় ভূগছেন ভূক্তভোগি পরিবারটি।

জানা গেছে, গত ৬ নভেম্বর উপজেলার নাকাই ইউনিয়নের পূর্ব পোগইল গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে নূর আলম একই গ্রামের ষষ্ট শ্রেণির ছাত্রীকে বাড়ীতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযুক্ত শিক্ষক নূর আলম স্থানীয় রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগির মা বাদী হয়ে ৭ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভূক্তভোগি পরিবারের অভিযোগ, আসামী গ্রেপ্তার পুলিশের তেমন কোন তৎপরতা নেই। ফলে ঘটনার এক মাস পেরিয়ে গেলেও আসামী গ্রেপ্তার হয়নি। এতে করে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। দ্রুত আসামীকে গ্রেপ্তারে পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন ভূক্তভোগি পরিবার।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলার পর আসামী আত্মগোপনে রয়েছে। আসামী গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :