আওয়ামী লীগের উদ্যোগে গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০২ PM, ১২ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা।
শনিবার (১২ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলের উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হীরু, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন নুন, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, সদস্য চঞ্চল সরকার, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ছামছুল হোদা, পৌর কৃষকলীগের সভাপতি জাফর উল্লা ভূইয়া, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবকলীগ নেতা নিলয় চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আলকাছ উদ্দিন সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার, শফিউল আলম হিরু ও সাকিব খান লেবু, ছাত্রলীগ নেতা পলাশ, সোহাগ প্রমুখ।

সভার শুরুতেই মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আপনার মতামত লিখুন :