বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গোবিন্দগঞ্জে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সভা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪২ PM, ১২ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

‘জাতির পিতার সম্মান, রাখব মোরা অম্নান’- এই অঙ্গিকারে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সকল কর্মকর্তা- কর্মচারীর আয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, সিনিয়র মৎস্য অফিসার ইমরান হোসেন চৌধুরী, প্রাণি সম্পদ অফিসার ডা. বিপ্লব কুমার দে, শিক্ষা অফিসার রমজান আলী সরকার, সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল, বিআরডিবি অফিসার এনামুল হক, খাদ্য কর্মকর্তা স্বপন কুমার দে, নির্বাচন অফিসার বিএস ব্রজেন্দ্র নাথ রায়, সমবায় অফিসার আব্দুল জলিল, উপজেলা মৎস্য খামারের ব্যবস্থাপক আলতাফ হোসেন চৌধুরী, একাডেমিক সুপারভাইজার ফিরোজ আলম প্রমুখ।

এছাড়া সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :