তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে সক্ষমতা অর্জন করতে হবে; রাষ্ট্রপতি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৩ AM, ১২ ডিসেম্বর ২০২০

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, তথ্য প্রযুক্তির ফলে সৃষ্ট সব সওযোগকে যথাযথ কাজে লাগানোর পাশাপাশি-এর অপব্যবহার রোধ সক্ষমতা অর্জন করতে হবে। বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতার দিক থেকে আমাদের যুব সমাজ যথেষ্ট দক্ষ ও উদ্যোগী। তাই তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া গেলে এরাই দেশকে উন্নয়নের কাঙ্খিত লক্ষে পৌঁছে দেবে।

শনিবার (১২ ডিসেম্বর) চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে উক্ত অনুষ্টানে এবারে ডিজিটাল বাংলাদেশ দিবসের কার্যক্রম ভিডিওবার্তার মাধ্যমে উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, প্রযুক্তি হচ্ছে উন্নয়নের বাহন। তথ্য প্রযুক্তি হচ্ছে বর্তমান সময়ের সব চেয়ে উল্লেখযোগ্য আবিস্কার। এরফলে বিশ্বব্যাপি উন্নয়ন ও অগ্রগতির অপার সম্ভবনার পাশাপাশি বহুমুখি চ্যালেঞ্জেরও সৃষ্টি হয়েছে। নতুন নতুন আবিস্কারের ফলে প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে। এমনকি অনেক প্রযুক্তি অচল হয়ে যাচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের কাছে ফলপ্রসুভাবে পৌঁছে দিতে হলে আমাদেরকে নতুন ও পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। অনুকরণের পরিবর্তে উদ্ভাবনে আমাদেরকে মনোযোগি হতে হবে।

রাষ্ট্রপতি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আমাদের দেশে প্রাইভেট সেক্টর এখন যথেষ্ট শক্তিশালী ও বিস্তৃত। তাই আমি আশা করবো সরকারের পাশাপাশি বেসরকারি খাত তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন :