জিডি; দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সংবাদিককে প্রাণনাশের হুমকী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৬ AM, ১২ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার কাউন্সিলর সাহেব আলীর বিরুদ্ধে রাস্তার ইট তুলে বিক্রির সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার সংবাদের ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি লোটাস আহম্মেদকে প্রাণনাশের হুমকী ও মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো সহ নানাবিধ হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে ঘোড়াঘাট পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ও কাউন্সিলর সাহেব আলী সহ ৬ জনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (ডায়েরী নং-৬৫২) করা হয়েছে।

এ বিষয়ে ঘোড়াঘাট পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মিলনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জিডির বিষয়টি আমার জানা নেই। আমি জনপ্রতিনিধি কেউ অভিযোগ করতেই পারে।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর দৈনিক আমার সংবাদ ও সমকাল অনলাইন, জয়যুগান্তর অনলাইন, ডিবিসি নিউজ ‘রাস্তার ইট তুলে বিক্রি করলেন কাউন্সিলর!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদকে কেন্দ্র করে বিএনপির জোবায়েদ নাসিম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রেজভী আহম্মেদ রকি, পৌর যুবদলের সদস্য সচিব সজিব কবীর, যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও মুন মিয়া সহ বেশ কয়েকজন রাস্তাঘাটে ও বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মিথ্যা মামলায় ফাঁসানো ও রাতের আধারে প্রাণনাশ করার হুমকি প্রদান করে আসছে লোটাস আহম্মেদকে। হুমকি প্রদানকারী সকলের বিরুদ্ধেই নাশকতা, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও পেট্রোল বোমা হামলা সহ ঘোড়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন :