গাইবান্ধায় মাজারের খিচুড়ি নিয়ে বাগবিতন্ডায় প্রতিপক্ষের কিল ঘুষিতে হোমিও চিকিৎসক নিহত
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার মাজারের পোড়া খিচুরি বিতরণ নিয়ে বাগবিতন্ডায় প্রতিপক্ষের কিল ঘুষিতে আহমাদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শখের বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আহমাদ আলী সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর নয়নসুখ গ্রামের মৃত আপিল উদ্দিনের ছেলে। তিনি পেশায় হোমিও চিকিৎসক ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর উপজেলার মালীবাড়ী ইউনিয়নের মুর্শিদের বাজারের একটি মাজার থেকে আনা মাহফিলের খিচুড়ি ওই এলাকার খলিলুর রহমানের ছেলে রেনু আহমেদ ও তার ভাই মনু মিয়া নিহত আহমাদ আলীকে দেন।
বুধবার সকালে আহমাদ আলীর হোমিও ওষুদের দোকানের সামনে রেনু ও মনুকে দেখতে পেয়ে আহমাদ আলী জানতে চান, তাকে কেন খাওয়ার অযোগ্য পোড়া খিচুরি দেয়া হয়েছে।
এ নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে রেনু ও মনুর এলোপাথারী আঘাতে আহমাদ আলী তার ঔষদের দোকানের সামনেই মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আহমাদ আলীর অবস্থা বেগতিক দেখে রেনু ও মনু পালিয়ে যায়। স্থানীয়রা আহমাদ আলীকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।