গাইবান্ধায় সাইবার ক্রাইমের মুলহোতা সাব্বিরের বিরুদ্ধে পাল্টা মানববন্ধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫২ PM, ১৭ সেপ্টেম্বর ২০২৫

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা এজাহার দায়ের, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মানহানিকর পোস্ট এবং মিথ্যাভাবে মানববন্ধন করার প্রতিবাদে জনৈক লাক সাব্বির ওরফে রাব্বি নামের এক ব্যক্তির বিরুদ্ধে পাল্টা মানববন্ধন করেন গাইবান্ধার আসির ফয়সাল লেলিন। বুধবার দুপুরে  সচেতন গাইবান্ধাবাসীর আয়োজনে জেলা নাট্য সংস্থার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে গাইবান্ধার স্থানীয় সচেতন বাসিন্দাসহ স্কুল কলেজের শিক্ষার্থী এবং প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন আসির ফয়সাল লেলিন, এলাকার সচেতন নাগরিক মোঃ বাবলু মিয়া, সেলিম পারভেজ, হৃদয় মিয়া, প্রবীণ সুরুজভান প্রমুখ। বক্তারা জানান, তার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার, ব্লাকমেইল, ফেসবুক হ্যাক ও ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মানববন্ধনের তীব্র প্রতিবাদ জানান। মানববন্ধন শেষে এসব ঘটনার সঠিক তদন্ত এবং আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের দাবি করে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন।

আপনার মতামত লিখুন :