রামপালে নাতনীকে যৌনহয়রানির অভিযোগে নানা গ্রেপ্তার
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের রামপালে কিশোরী নাতনীকে (১৩) যৌন হয়রানি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে তার নানার বিরুদ্ধে।
পুলিশ আসামি লম্পট ফজিলত খাঁকে (৬০) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বুধবার (৯ ডিসেম্বর) রাতে কিশোরীর নানী বাদী হয়ে রামপাল থানায় যৌন হয়রানির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
জানা গেছে, উপজেলার কাশিপুর গ্রামের জনৈক ব্যক্তির কিশোরী কন্যা তার নানা বাড়িতে থেকে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে আসছিল।
ঘটনার দিন গত (৩ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে বাড়ি থেকে ১০ টাকা নিয়ে খাবার কিনতে স্কুলের পাশে ফজিলত খার মুদি দোকানে যায় ওই কিশােরী। এসময় কেউ না থাকার সুযোগে দোকানের পাশে ফাকা জায়গায় নিয়ে ওই কিশোরীকে যৌন হয়রানির চেষ্টা করে লম্পট ফজিলত খাঁ। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানতে চাইলে রামপাল থানার ওসি মো. মনজুরুল আলম বলেন, উক্ত ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

