পলাশবাড়ী পৌর নির্বাচন; সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৭ AM, ১০ ডিসেম্বর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে সকাল ৮টা থেকে। পলাশবাড়ী পৌরসভা ঘোষণার পর প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন এটি। ১৬টি কেন্দ্রে ৯৪টি বুথ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকল ৮ থেকে ইলেকেট্রনিক ভোটিং মেশিন ইভিএম- এর মাধ্যমে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ চলছে। সারাদেশের মধ্যে প্রথম শতভাগ ইভিএম পদ্ধতিতে হচ্ছে ভোট গ্রহণ ।

এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬ জন প্রার্থী। এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আবু বক্কর প্রধান, নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির আবুল কালাম আজদ ও জাতীয় পার্টির মজিবুর রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী জগ নিয়ে হাবিবুর রহমান ইসলাম, কম্পিউটার নিয়ে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম রয়েছেন।

এদিকে, ৩টি ওয়ার্ডে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২২ জন নারী এবং সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৮৪ জন।

ভোট চলাকালে যাতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে চার জন পুলিশ ও দুই জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট- এর সমন্বয়ে ৩টি মোবাইল টিম, একটি ষ্টাইকিং ফোর্স ও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পলাশবাড়ী পৌরসভায় পুরুষ ভোটার ১৫ হাজার ৩শ ৩৪ জন ও নারী ভোটার রয়েছে ১৬ হাজার ২শ ৬৮ জন। মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬ শ ২ জন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। সকাল ১২ টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ৩০ ভাগ ভোট পড়েছে বলে জানা গেছে। তবে ইভিএম এ ভোট প্রদানে সময় লাগছে বলে জানিয়েছেন ভোটাররা।

এদিকে নির্বাচনে ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করছেন জেলা প্রশাসক আব্দুল মতিন, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল ইসলাম, রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম।

এসময় নির্বাচনের সার্বিক বিষয়ে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সাধারণ ভোটার ও আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের খোঁজ খবর নেন।

আপনার মতামত লিখুন :