গাইবান্ধায় স্টেশন মাস্টারকে প্রকাশ্যে মারধর, যুবক আটক
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল কাশেমকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত আনোয়ারুল হক নামে যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।
শনিবার (১৪ জুন) দুপুরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মধ্যে দ্বন্দ্ব মেটাতে গেলে স্টেশন মাস্টার আবুল কাশেমকে প্রকাশ্যে উলঙ্গ করে মারধর করেন এক যুবক। ঘটনাটি স্টেশন এলাকায় উপস্থিত পুলিশ সদস্যদের সামনেই ঘটলেও তখন কেউ অভিযুক্তকে থামাতে এগিয়ে আসেননি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার। তিনি বলেন, ঘটনার পর অভিযুক্ত আনোয়ারুল হককে বগুড়া-সান্তাহার রুটে চলন্ত লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
স্থানীয়রা জানান, একজন সরকারি কর্মকর্তার সঙ্গে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

