বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫৩ PM, ০৯ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ঢাকা থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।

এছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জেবুন নেছা, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু ও জাতীয় মহিলা সংস্থার সদস্য রওনাক জামান প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন শ্রেষ্ট জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :