রংপুর চিনিকল বন্ধের প্রতিবাদে সমাবেশ ও স্মারকলিপি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকল বন্ধের প্রতিবাদে আখচাষী ফেডারেশন ও চিনিকল শ্রমিক-কর্মচারীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে আখচাষী ফেডারেশন ও চিনিকল শ্রমিক-কর্মচারী যৌথভাবে মিছিল নিয়ে উপজেলা চত্বরে সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবল, ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী ও সাধারণ সম্পাদক ধলুৃ সরকার সহ আরও অনেকে।
বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে চিনিকল চালু সহ আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করুন। নয়তো রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন দাবী-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

