গোবিন্দগঞ্জে চাঁদা দাবি মামলায় জামিন সাংবাদিক সাজু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১০ PM, ১২ ফেব্রুয়ারী ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম সরকার সাজু তার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে স্ব-শরীরে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে তা মুঞ্জুর হয়।

বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট কাজী হাসান মাহমুদ মুন্না ও ফয়জুল আলম রনন জানান, ০২/৪৫ মামলায় দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান লিটন জামিন মুঞ্জুর করেন।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে সাংবাদিক শাহ আলম সরকার সাজুর ছবি ও একটি অডিও বার্তা ফেসবুক পেজ থেকে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি প্রচার কর। এতে ক্ষুব্ধ হয়ে গত ১১ জানুয়ারি, ২০২৫ প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল সাপেক্ষে গোবিন্দগঞ্জের তিন সাংবাদিককে (শাহীন আলম, আবু তারেক ও ওয়াজেদ) অভিযুক্ত করে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলা নম্বর ০৪/২৫ দায়ের করেন তিনি। ওই মামলাটি গোবিন্দগঞ্জ থানায় তদন্তের জন্য আসলে অভিযুক্তরা ষড়যন্ত্রমূলক ড্রাম ট্রাকে অবৈধ বালু ও মাটি পরিবহন ব্যবসায় জড়িত মিনহাজুল ইসলাম ওরফে রোমানকে বাদী করে (৩ ফেব্রুয়ারি) মামলা ০২/৪৫ দায়ের করে।

এদিকে ০২/৪৫ মামলায় বাদী মিনহাজুল ইসলাম লিখিত এজাহারে বলেন, আমি আসামীকে চাঁদা দিতে অতিষ্ট হইয়া ঘটনা স্থানীয়, সুধী ও সাংবাদিক মহলকে (শাহীন আলম, আবু তারেক ও ওয়াজেদ) কল রেকর্ড প্রদান করিয়া প্রচার করিতে বলিলে, তাহারা বিষয়টি সামাজিক গণমাধ্যমে প্রচার করে।

আপনার মতামত লিখুন :