গোবিন্দগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ খড়ের চালায় আগুন দেওয়ার অভিযোগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৯ PM, ০৭ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি; 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ খড়ের চালায় আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলাও দায়ের করা হয়েছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে এমরানুর রহমান বাবুর সঙ্গে একই গ্রামের মৃত আরিবুল্যার ছেলে ফয়েজ আলীর জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে পৈত্রিক সূত্রে পাওয়া এমরানুর রহমানের জমি মিথ্যা মালিকানা দাবী করে দখলে চেষ্টা করে ফয়েজ আলী। উক্ত ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা দায়ের হয় ফয়েজ আলীর নামে। যা আদালতে বিচারাধীন রয়েছে। এরই জেরে প্রতিপক্ষ এমরানুর রহমানকে ফাঁসাতে নিজ খড়ের চালায় আগুন দেন ফয়েজ আলী। এ ঘটনায় এমরানুর রহমান সহ ২৮ জনকে আসামী করে থানায় মিথ্যা মামলা দেন ফয়েজ আলী। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, পুলিশ ফয়েজ আলীর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে এমরানুর রহমানের নামে থানায় মিথ্যা মামলা রেকর্ড করে।

নজেল সরকার, সাজা মিয়া সহ স্থানীয় অনেকে জানান, এমরানুর রহমান সহ ২৮জনের নামে বাড়ী-ঘর ভাংচুর, লুটতরাজ ও খড়ের চালায় অগ্নিকান্ডের ঘটনায় ফয়েজ আলী যে মামলা করেছে তা সম্পর্ণ উদ্দেশ্য প্রণোদিত। মুলত এমরানুরকে ফাঁসাতে ফয়েজ আলী এ মামলা করেছে।

এ ব্যাপারে ফয়েজ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ক্ষতি কম বেশি যাই হোক, হয়েছে তো। এ সবের আলামত পুলিশের কাছে দেওয়া আছে। আপনারা পুলিশের সাথে কথা বলেন। পুলিশই সব জানেন।
এদিকে, এ মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম মামলার সুবিধা দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। তবে অভিযুক্ত এসআই শফিকুল ইসলাম বলেন, ওসব বাদ দেন তো। কাজ করতে গেলে এমন হয়েই থাকে।

জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, বিষয়টি তদন্ত করে দেখছি।

আপনার মতামত লিখুন :