গাইবান্ধায় বিএনপি নেতাকে কৈফিয়ত তলবের নোটিশ 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২৭ PM, ০৮ জানুয়ারী ২০২৫

Spread the love
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সাপমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজহারুল ইসলামকে কৈফিয়ত তলবের নোটিশ করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি ড. ময়নুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে কৈফিয়ত তলবের বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে উল্লেখ করা হয়, গোবিন্দগঞ্জ থানা বিএনপির সদস্য ও সাপমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম নিশ্চয়ই অবগত আছেন যে, তার বিরুদ্ধে গণমাধ্যমে বেশকিছু অভিযোগ উত্থাপিত হয়েছে।
যেমন- অন্যের জমির ধান কেটে নিয়ে যাওয়া, টিসিবির ডিলারের কাছে চাঁদা না পেয়ে জনৈক পারভেজ নামক ব্যক্তিকে মারধর করা, ইউনিয়ন পরিষদের গোডাউন ঘরে তালা বন্ধ করা ও টিসিবির কার্ড বিক্রয় ইত্যাদি।
এমতাবস্থায় সকল অপকর্ম দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে মর্মে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এ নির্দেশ প্রদান করেন।
এবিষয়ে বিএনপি নেতা আজহারুল ইসলাম বলেন, অভিযোগ উঠতেই পারে। অভিযোগের প্রমাণ আছে কি? সময়মত নোটিশের জবাব দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :