গাইবান্ধায় দুস্থ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: NightHDR;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 49.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
গাইবান্ধা প্রতিনিধি;
গরীব অসহায় দুস্থ মানুষের মধ্যে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে জেলা প্রশাসকের সহযোগিতায় প্রবীণ হৈতিষী সংগঠন কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি খায়রুজ্জামান দুদু, এটিএম ফরহাদ হোসেন বিজু সংগঠনের জেলা মানবাধিকার সদস্য আনিসুল হক দুলু, মো. নুরুজ্জামান সরকার, মো. আব্দুল কাদের, মো. বাদশা হক্কানী প্রমুখ।
উল্লেখ্য, জেলার গরীব অসহায় দুস্থ ২০০ মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করেন। পর্যায়ক্রমে আরও কম্বল বিতরণ করা হবে।

