গোবিন্দগঞ্জ শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শোক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছাদুজ্জামান ।
এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, উপজেলা জামায়াতে ইসলামের উপজেলার সেক্রেটারি আবুল কালাম আজাদ, নায়েবে আমির মাওলানা আব্দুল বারী, পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, জিএসটির সভাপতি আইয়ুব হোসেন সরকার ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

