চাচাতাে-জ্যাঠাতাে ভাইয়ের কলেজ, অধ্যক্ষের নিয়ােগ বাণিজ্যের অভিযােগ এলাকাবাসীর
স্টাফ রিপোর্টার;
চাচাতাে-জ্যাঠাতাে ভাইয়ের কলেজে পরিণত করা অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক নিয়ােগ বাণিজ্যের অভিযােগ করেছেন এলাকাবাসী। পতিত স্বৈরাচারী সরকারের আমলে গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান দলীয় সভাপতির সহযােগিতায় ব্যাপক নিয়ােগ বাণিজ্য করে চাচাতাে জ্যাঠাতাে ভাইয়ের কলেজে পরিণত করেন। সরকার পতনের পর এনিয় এলাকাবাসী অধ্যক্ষের অপসারণ চেয়ে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযােগ করেছেন।
অভিযােগে জানা গেছে, গত সরকার আমলে গাইবান্ধার সাবেক এমপি ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি তার ঘনিষ্ঠ লােক অ্যাড. মহিবুল হক মােহনকে কলেজের সভাপতি পদে নিযুক্ত করেন। ওই সভাপতির সাথে যােগসাজশ করে কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান বিভিন্ন পদে মােটা অংকের বিনিময়ে তার সহোদর ভাই, ভাই বউ, চাচাতাে-জ্যাঠাতাে ও খালাতো ভাই, ভায়রাসহ আত্মীয়-স্বজনকে নিয়ােগ প্রদান করেন। এমনকি লিমন নামের একজন শিক্ষককে অবৈধভাবে বাদ দিয়ে অশােক নামের এক ব্যক্তিকে বাংলা বিভাগের শিক্ষক নিয়ােগ দিয়েছেন। ১৫ থেকে ২০ লাখ টাকা করে নিয়ে এনটিআরসি নিয়ােগক পাশ কাটিয়ে কৌশলে যােগ্যদের বাদ দিয়ে ভাই ও আত্মীয়-স্বজনকে ব্যাকডেট নিয়ােগ দিয়েছেন অধ্যক্ষ। হুইপের ভয় দেখিয়ে প্রতিবাদকারীকে হয়রানি করতেন অধ্যক্ষ ও সভাপতি।
এ ব্যাপার কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজানের সাথে মােবাইল ফােন যােগাযােগ করা হলে তিনি নিয়ােগ বাণিজ্যের অভিযােগ অস্বীকার করে বলেন, দীর্ঘ কয়েক বছর পর কলেজটি এমপিওভূক্তি হয়েছে। এ বিষয়ে আর কােনা মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

