সাঘাটায় আওয়ামী লীগ নেতা সুমন গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে জুমারবাড়ি বাজার এলাকা থেকে সাঘাটা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সুমনকে গ্রেফতার করেছে। গ্রেফতার সুমন নাশকতার মামলার আসামি।
গ্রেফতারকৃত সুমন উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাজিত নগর গ্রামের মৃতঃ আমিনুল হক আকন্দের ছেলে।

