লাখাইয়ে রোপা আমন ধান চাষে বাম্পার ফলন, অর্জন ৪৯০০ হেক্টর জমি
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা; নদী নালা খাল বিল হাওর বেষ্টিত হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা। প্রধান উৎপাদন ফসল ধান।
এ ছাড়াও রয়েছে সরিষা,গম,ভুট্টা, আলু, ডাল সহ বিভিন্ন ফসলে ভরা খ্যাত এ উপজেলা। প্রতি বছর ফসল উৎপাদন হয় তা দিয়ে উপজেলা চাহিদা মেঠাতে অর্জন করেছে কৃষক ও কৃষি বিভাগ।উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে সবুজে ঘেরা ফসলের মাঠ, বাতাসে দুলছে ধানের পাতা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে গেল বছরের তুলনায় এ বছর রোপা আমন চাষ হয়েছে লক্ষ্য মাত্রা চেয়েও বেশী। এ ব্যপারে উপজেলার কয়েকজন কৃষকের সাথে আলাপকালে তারা জানান গেল বৈশাখ মাসে অনাবৃষ্টির কারনে বোনা আমন ধান চাষ করতে পারি নাই তাই এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বোনা আমন ধানের ক্ষতি পুষিয়ে নিতে আমাদের সব গুলো জমি আবাদের আওতায় নিয়ে এসেছি। তারা বলেন আমাদের আশা গেল বছরের তুলনায় এ বছর ভাল ফসল হয়েছে।
তারা আরো জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে ২ ধাপে বিনামূল্যে সার বীজ ও উপকরণ বিতরণ করেছেন ফলে আমরা আর্থিক ভাবে লাভবান হয়েছি। এ ছাড়াও উপজেলা কৃষি অফিস থেকে আমাদের কে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী কীটনাশক সার ব্যবহার করেছি। আমরা আশাবাদী এ বছর ধানের ভাল ফলন হয়েছে।

