লাখাইয়ে পুষ্টি মাসিক সমন্বয় সভা
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাইয়ে পুষ্টি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লাখাই উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও সুচনার টেকনিশিয়ান আল আমিনের সঞ্চালনায় সভায় ” মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত ” এই প্রতিবাদ্য কে সামনে রেখে
বক্তব্য রাখেন পুষ্টি কমিটির উপদেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান, প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাঃ শাহাদাত হোসেন, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, শিক্ষক আকতার ফারুক,
লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সাংবাদিক মহসিন সাদেক, এম এ ওয়াহেদ, ইমাম মাওঃ শফিকুল ইসলাম, আব্দুল আহাদ প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লাখাই উপজেলার স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও এনজিও প্রতিনীধিবৃন্দ।
পরিশেষে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করেন।

