সিলেট বিভাগ এসএসসি ৯৫ ব্যাচের উদ্যোগে দুই লাখ টাকা অনুদান প্রদান

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩১ PM, ১২ সেপ্টেম্বর ২০২৩

Spread the love
মিজানুর রহমান চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি; এসএসসি ৯৫ ব্যাচ সিলেট বিভাগের উদোগে চুনারুঘাটের অসুস্থ বন্ধু হাফিজকে ২লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
(১১ সেপ্টেম্বর) বিকালে চুনারুঘাট উপজেলার হাফিজুর রহমান এর হাতুন্ডা গ্রামের নিজ বাড়ীতে চিকিৎসার জন্য  অনুদানের ২ লক্ষ টাকার চেক তার হাতে তুলে দেওয়া হয়।
হবিগঞ্জের  চুনারুঘাটের ৯৫ ব্যাচ বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম মাসুকের সঞ্চালনায় উক্ত চেক প্রদান অনুষ্ঠানে অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন  এসএসসি ৯৫ ব্যাচ বন্ধু  সিলেট বিভাগের এডমিন  এডভোকেট মইনুল হাসান দুলাল,  হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহমেদ টিটু,  হাসবি সাইদ চৌধুরী, এডভোকেট মিজানুর রহমান উজ্জ্বল,  মো: ফজলুল হক, এনামুল হক টিসি, সৈয়দ আনোয়ার আলী, চুনারুঘাটের বন্ধু নাসির উদ্দীন,  ফয়জল আবেদীন রিপন, জুয়েল, কামরুজ্জামান মাসুক, সোহেল আহমদ সহ সহপাঠী বন্ধুগন প্রমুখ।
হাফিজুর রহমানের অসুস্থতার এমন দুঃসময়ে পাশে দাড়ানোর জন্য হাফিজের আত্বীয় পরিজন এলাকাবাসী সহ চুনারুঘাটবাসী এসএসসি ৯৫ ব্যাচ সিলেট বিভাগের কাছে  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :