লাখাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ গ্রেপ্তার ২

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:১৩ PM, ১০ সেপ্টেম্বর ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক রুহুল আমীন নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই উপজেলার মহরমপুর গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে রুহুল আমীন কে বিচারিক আদালত এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দীর্ঘ এক বছর পলাতক থাকার পর শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ভজন চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে আসামীর শশুুর বাড়ীতে মহরমপুর গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে রুহুল আমীন কে গ্রেপ্তার করে।

অপর এক অভিযানে শনিবার দুপুরে বুল্লা বাজার থেকে সন্দেহ ভাজন আসামী কে পুলিশের উপ-পরিদর্শক (এস আই)  মৃদুল কুমার ভৌমিক পশ্চিম বুল্লা গ্রামের মৃত মকছুদ আলীর ছেলে বাচ্ছু মিয়া (৩৫) কে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীদের কে  রবিবার (১০ সেপ্টেম্বর)   হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

আপনার মতামত লিখুন :