গোবিন্দগঞ্জে যুবককে গলাকেটে হত্যা; গ্রেপ্তার ৩ রিমান্ডে ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলাকেটে যুবককে হত্যার ঘটনায় ৩জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দু’জনকে ২দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশ গ্রেপ্তারকৃত আসামীদের গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭দিনে রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামী ৩জন হলেন- পৌরশহরের বুজরুক বোয়ালিয়া এলাকার ইয়াছিন ব্যাপারির ছেলে একরাম ব্যাপারি (৩৫), উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদরিয়া গ্রামের বাচ্চা মিয়ার ছেলে নূর হোসেন (৩৮) ও একই গ্রামের জামরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২০)। আসামী আনোয়ার হোসেনকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, অর্থনৈতিক লেন-দেনকে কেন্দ্র করে লিটনকে গলাকেটে হত্যা করা হয়। উক্ত ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত আছে।
প্রসঙ্গত, পৌরশহরের হীরকমোড়ে জেপি ফিলিং ষ্টেশনের পাশে আশরাফ আলী ও তার ছেলে লিটন (২৩) চায়ের দোকান করতেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে আশরাফ আলী তার ছেলে লিটনকে দোকান থেকে বাড়ীতে পাঠিয়ে দেন। রাতে লিটন বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন পৌরশহরের বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকায় কলাবাগানের ভেতর লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় লিটনের বাবা আশরাফ আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

