বাহুবলে জাপা’র নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগে-এম এ জলিল তালুকদারের ক্ষোভ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২০ PM, ০৪ সেপ্টেম্বর ২০২৩

Spread the love
আজিজুল হক সানু,হবিগঞ্জ থেকে;  হবিগঞ্জের বাহুবলে চলমান জাতীয় পার্টিতে নেতৃত্বে মারাত্মক ব্যর্থতা,সক্রীয় দলীয় নেতাকর্মীদের অবমূল্যায়ন করার অভিযোগে ক্ষোভ প্রকাশ করছেন-সাবেক ১৮ দফা বাস্তবায়ন কমিটির উপজেলা সদস্য সচিব, জনদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব,জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা উপজেলা সাধারণ সম্পাদক ও পরপর ৩ বারের নির্বাচিত সভাপতি ও জেলা কমিটির সহ-সভাপতি-এম এ জলিল তালুকদার।
তিনি বলেন,বাহুবল উপজেলা হচ্ছে জাতীয় পার্টির ঘাঁটি। এটি মুলত: জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নিবেদিত প্রাণ ও ত্যাগী  কর্মীদের সক্রিয় ভূমিকায় ঘাঁটি হিসেবে পরিণত করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন,ইদানীং তৃৃৃনমূল পর্যায়ের দুর্দিনের কান্ডারী
নেতাকর্মীদের বাদ দিয়ে ধ্বংস করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। তাই জাতীয় পার্টির তৃনমূল পর্যায়ের অবহেলিত,বঞ্চিত নেতাকর্মীদের নিয়ে আগামী ১০ সেপ্টেম্বর, রোজ- রবিবার বিকেল ৩টার দিকে,ইসলামাবাদ নিজ বাস ভবনে এক জরুরি পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। ওই সভায় সকলের উপস্থিতি থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :