হবিগঞ্জের বাহুবলে শৌচাগারে ঝুলছে তালা বাড়ছে ভোগান্তি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৩ PM, ২৯ অগাস্ট ২০২৩
Exif_JPEG_420

Spread the love

শারিহা ইসলাম রিক্তা, বাহুবল (হবিগঞ্জ) থেকে;  হবিগঞ্জের উপজেলা পরিষদ চত্বরের সাব-রেজেষ্টারী, উপজেলা নির্বাচন,খাদ্য গোডাউন ও সহকারী সেটেলমেন্ট কার্যালয়ের পাশে নির্মিত গণশৌচাগারটি আজও  তালা বদ্ধ করে রাখা হয়েছে। ব্যবহার করতে না পারায় ভোগান্তিতে পড়তে হচ্ছে উপজেলায় সেবা নিতে আসা সাধারণ মানুষকে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রোমান চন্দ্র রায় জানান,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে জাতীয় স্যানিটেশন প্রকল্পের ৩য় পর্যায়ে জনস্বার্থে ৪ লক্ষ ২০ হাজার টাকা ব্যায়ে উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা জনসাধারণের জন্য নির্মাণ করা হয় শৌচাগারটি। গত ২০২১ সালে কাজটি সমাপ্ত করা হয়েছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শৌচাগার রক্ষণাবেক্ষণের দায় কেউ নিতে যাচ্ছেন না। এতে গত ৩ বছর যাবত তালা ঝুলছে।

উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে সেবা নিতে আসা সাহেদ আলী বলেন, ‘উপজেলা পরিষদ কমপ্লেক্সে একটি মানসম্মত পাবলিক টয়লেট নেই। পাবলিক টয়লেট ব্যবহারের জন্য আমাকে যেতে হলো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের টয়লেটে।

উপজেলা পরিষদে সেবা নিতে আসা আমিনা খাতুন (৬০) নামে একজন জানান, উপজেলা চত্বরে থাকা শৌচাগারটি তালাবদ্ধ থাকায় বাধ্য হয়েই খোলা জায়গা ব্যবহার করতে হয়।

আপনার মতামত লিখুন :